মাসুদ পারভেজ, রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি, কৃষি হবে দুর্বার এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে কৃষি অফিসের দ্বি-তল নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরের সাব-রেজিষ্ট্রার অফিসের দক্ষিণ পাশে উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্ ও উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আরো যারা উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বাবুল আকতার, আবুল হাশেম,আব্দুর রউফ, আফসার আলী, শহিদুল ইসলাম, জিয়াউর রহমান, তোফায়েল আহমেদ, আমিনুল ইসলাম কাজল ও মাসুদা আকতার রিক্তাসহ কৃষক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো.কাইয়ুম চৌধুরী বলেন, ৯৭ লাখ ৮ হাজার ৪৫০ টাকা ব্যয়ে এলজিইডি গণপূর্ত বিভাগের অর্থায়নে ও সার্বিক তত্বাধানে উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের দ্বি-তল ভবনের নির্মাণ কাজ করা হয়েছে।এতে রৌমারী উপজেলার কৃষকরা আধুনিক সকল সুযোগ সুবিধা পাবে ও উপকৃত হবেন।