সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু-মদসহ ৬ লাখ টাকার পণ্য আটক

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা সীমান্ত দিয়ে চোরাই পথে নিয়ে আসা ৬ লক্ষ ২০ হাজার টাকার ভারতীয় মদ, পাথর, গরু, বারকী নৌকা এবং ইঞ্জিন আটক করেছে সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা। সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ৩১ জানুয়ারি সোমবার ১২ টার সময় লাউরগড় বিওপির একটি টহল দল তাহিরপুর উপজেলা সীমান্তের মেইন পিলার ১২০৩ এর এলাকার সীমান্ত নদী জাদুকাটা দিয়ে অবৈধভাবে ভারতের প্রবেশ করে পাথর সংগ্রহের দায়ে ৪০ ঘনফুট ভারতীয় পাথর, ০৪টি বারকী নৌকা এবং ১টি ইঞ্জিন একই দিনে ৭ টা ৪০ মিনিটে ডুলুরা বিওপির একটি টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত পিলার ১২১১/১১-এস ১নং শলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৪১ বোতল ভারতীয় মদ।

একই সময়ে ধর্মপাশা উপজেলার মাটিরাবন বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১৩-এস এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় ধর্মপাশা উপজেলাধীন ১নং বংশীকুন্ডা ইউনিয়নের কড়াইবাড়ী নামক স্থান থেকে ৯টি ভারতীয় গরু আটক করে এবং বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর বিওপির আরেকটি টহল দল রাত ৮ টার সময় সীমান্ত পিলার ১২০৮/৪-এস এলাকার বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের সোনাতলা থেকে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করে। যার সর্বমোট সিজার মূল্য ৬ লাখ ২০ হাজার ৮০০টাকা। সুনামগঞ্জ -২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মো: মাহবুবুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও ভারতীয় পাথর, গরু, বারকী নৌকা এবং ইঞ্জিন শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে