
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারী উপজেলার মন্ডল পাড়া ও মাঝিপাড়া হতে শৌলমারী খালেকের কুড়ার উপর জিপিএস রাস্তায় ১৮শত ৫০ মিটার চেইনেজ প্রায় ৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে (আরডিআরআইপি) রংপুর বিভাগ পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায়, এলজিইডির বাস্তাবায়নে ৯০ মিটার আর সিসি গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার ৬ ফেব্রæয়ারী সকালেন দিকে শৌলমারী খালেকের কুড়ার উপর ব্রিজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্ধসঢ়;, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ধসঢ়;ফর হোসেন, নব-নির্বাচিত রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আ: রাজ্জাক, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহকারি প্রকৌশলী মেজবাউলসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলার পূর্বাঞ্চল সীমান্ত এলাকার ৬টি গ্রামের প্রায় ৯ থেকে ১০ হাজার লোকের উপজেলার সাথে চলাচলের সুবিধার্থে দীর্ঘদিনের আকাঙ্খীত শৌলমারী খালেকের কুড়ার উপর ব্রিজটি ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়। ব্রিজটি না থাকায় অসুস্থ রোগী, মৌসুমী ফল, বিভিন্ন ফসলাদি পরিবহন যোগে বাজারে নিয়ে যেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। এখন আর নয় ভোগান্তি এক ব্রিজে দু:খ ঘুচবে সীমান্ত এলাকাবাসির। ব্রিজ নির্মানের পরে এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধি পাবে। এ ব্রিজের উপর দিয়ে চলাচলে সুবিধা পাবে কৃষক, ব্যবসায়ী, ছাত্রছাত্রী এবং যোগাযোগে জন্য ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে আশা বাদি স্থানীয় এলাকাবাসির।
গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা উন্নয়ন বান্ধব সরকার শেখ হাসিনার অবদান। এক সেতু বদলে দেবে সীমান্ত এলাকাবাসির জীবনযাত্রা মানোন্নয়ন।