
ফারহান সিদ্দিক সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতালে যোগদান করলেন নবাগত উপজেলা প্রানিসম্পদ কর্মকতা(ইউএলও) ডঃ মছাঃ তাহমিনা আরজু।গতকাল ০৮-০২-২০২২ ইং তারিখে তিনি প্রানিসম্পদ মন্ত্রনালয়ে পদউন্নতির বলে ১৮৬৪ গ্রেডেশনে উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা হিসাবে যোগদান করেন এই সময় তাকে ফুলদিয়ে বরণ করেন ভারপ্রাপ্ত ইউএলও ও ভেটেরিনারি সার্জন(ভিএস) শাহজালাল মুহাম্মদ ইউনুস সহ সকল কর্মকতা – কর্মচারীবৃন্দগণ। এর আগে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে ভেটেরিনারি সার্জন(ভিএস) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সীতাকুণ্ড সৈয়দপুর ইউনিয়নের গর্বিত সন্তান বলে যানা যাই।
পড়েছেনঃ ১৪৬