রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে কর্তৃক বাস্তবায়িত অসহায় ও
অসুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সোমবার(১৪ ফেব্রæয়ারি) দুপুরের দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ইমার্জেন্সি মেডিকেল এসিস্টেন্স ভ্যাকসিনেশন সার্পোট ফর দ্যা কোভিড-১৯ এফেক্টেড পিপুল ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলার বন্দবেড়, যাদুর চর ও দাঁতভাঙ্গা ইউনিয়নের ১৬ জন অসহায় ও অসুস্থ পরিবারকে কে এক হাজার পাঁচশত টাকা করে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আর্থিক সহয়তা প্রদান কালে উপস্থিত ছিলেন, উপজেলার পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্ধসঢ়;, উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, বন্দবেড় ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, কৌশিক কুমার কমিউনিটি মবিলাইজার, সালমা আফরোজ ফিন্ড ফেসিলেটর ও ভলান্টিয়ার হাফিজুর রহমান,তাছলিমা খাতুন,সারমিন আক্তার প্রমুখ।