পিরোজপুর প্রতিনিধি: ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান পিরোজপুরের জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈনিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ জেলার সাধারণ মানুষ। এ সময় রাষ্ট্রভাষা বাংলার জন্য পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছেন, ফুলেল শ্রদ্ধায় তাদের স্মরণ করা হয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহরের কৃষ্ণচূড়া প্রাঙ্গণে নির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান পুলিশ সুপার মোঃ সায়েদুর রহমান।এর পরেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান , পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, পিবিআই পিরোজপুর , পানি উন্নয়ন বোর্ড, পিরোজপুর জেলা আনসার কমান্ডার, ফায়ার সার্ভিস, পিরোজপুর কারাগার, পরিবেশ অধিদফতর, পরিচালক -স্বাস্থ্য, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলে ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ফুল দিয়ে শ্রদ্ধা জানান – সামাজিক সংগঠন সাপোর্ট মানব কল্যাণ সংস্থা-রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।
শহীদদের শ্রদ্ধা জানাতে মধ্যরাতে ঘড়ির কাঁটা ১২টা ছোঁয়ার আগেই হাজারও মানুষ হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে যান শহীদ মিনার অভিমুখী লাইনে। বিশিষ্টজনদের শ্রদ্ধা জানানোর পর উন্মুক্ত হয় শহীদ মিনার।
পড়েছেনঃ ৬৯