লালমনিরহাট প্রতিনিধিঃ নির্মান সামগ্রীর উর্দ্ধমূল্যের প্রতিবাদে লালমনিরহাট জেলা ঠিকাদার সমিতির বৈঠক অনুষ্ঠিত হল আজ।সভায় সাধারন ঠিকাদারদের উপস্থিতিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শনিবার(১৯মার্চ) সন্ধ্যা ০৬টায় লালমনিরহাট পৌর কার্যালয়ের হলরুমে সাধারন ঠিকাদারদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ঠিকাদার ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন।সভায় নির্মান সামগ্রীর উর্দ্ধ মূল্যের প্রতিবাদে সাধারন ঠিকাদার গন বক্তব্য রাখেন।অবিলম্বে নির্মান সামগ্রীর মূল্য কমিয়ে ঠিকাদার ও নির্মান শ্রমিক দের পাশে দাঁড়ানোর দাবী জানান বক্তাগন। সভায় সকল সদস্যর মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট জেলা ঠিকাদার সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।কাজী নজরুল ইসলাম তপন আহ্বায়ক, বদরুজ্জামান প্লাবন যুগ্ম আহ্বায়ক,মতিয়ার রহমান যুগ্ম আহ্বায়ক,বাকি ১৮ জনকে কার্যনির্বাহী সদস্য করা হয়। আহ্বায়ক কমিটি আগামী ২২মার্চ মিশন মোড় চত্বরে মানব বন্ধন কর্মসূচী পালন করার কর্মসূচী ঘোষনা করে।