ভোলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভলিবল জেলা লীগের উদ্ধোধন

ভোলা প্রতিনিধি: ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে ভোলা জেলা ভলিবল লীগের উদ্ধোধন করা হয়েছে। আজ বিকালে ভোলা বাংলা স্কুল খেলা মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ লীগের উদ্ধোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রাজিব আহমেদ, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন সহ ক্রিড়া সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিথ ছিলেন। খেলায় মোট ১৬টি দল অংশগ্রহন করছেন। উদ্ধোধনী খেলায় মর্ডান ফেব্রিকেটর দলকে তিন সেটে হারিয়ে জয়লাভ করেন দৈনিক কালবেলা দল।