পিরোজপুর প্রতিনিধি : ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠান করেছে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী। আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠিত হয়।
মোমবাতি প্রজ্জলন ও গণসংগীত অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম নারায়ন চৌধুরী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।
বাংলাদেশের মানচিত্রে মোমবাতি প্রজ্জলন শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পিদের পরিচালনায় গণসংগীত অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করেন। এর আগে সকালে গণহত্যা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পড়েছেনঃ ১০৬