দিন রাত অবৈধ মাটিবাহী হামানে পিচের রাস্তা গ্রাস

সাতক্ষীরা প্রতিনিধি: ফসলি জমি নষ্ট করে অবাধে মাটি কেটে বহন কালে পিচের রাস্তায় চলাচলে অযোগ্য হয়ে উঠেছে। রোদের সময় পথচারীরা ধুলোয় বোঝায় আর বৃষ্টির দিনে পিচের রাস্তা হচ্ছে মরণ ফাঁদ।নেই যেনো কারোর নজরদারি। প্রভাবশালী ইট ভাটার কন্ট্রোলে দিনরাত ২৪ঘন্টা বিরতিহীণ চলছে মাটিকাটা এবং বহন। সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়নের ৫নং দঃ সোনাবাড়ীয়া কদম তলা ব্রীজের পূর্ব পাশে মাটি খনন এবং অবৈধ মাটিবাহী হামানে মাটি বহন চলছে প্রতিবেদন করার আনুমানিক দেড় মাস আগে থেকে।প্রয় ৬ টি গ্রামের মানুষের রাতের ঘুম হারাম অবস্থা। নতুন নির্মাণ হওয়া সোনাবাড়িয়া টু ঝাঁপাঘাট রাস্তাটিও পড়েছেন ঝুঁকিপূর্ণ অবস্থানে। স্থানীয় রেজাউল ইসলামের কন্ট্রাক্টরে মাটি কাটা হচ্ছে এবং পিচের রাস্তার বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘটনাস্থল পরিদর্শন কালে এসব তথ্য উঠে আসে। স্থানীয় একলাবাসীরা জানান দিন রাত মাটি বহন করছে রাস্তা দিয়ে প্রতিনিয়ত ছোট খাটো দূর্ঘটনার কবলে পড়ছে পথচারী, ছাগল গরু এবং রাস্তার ধারের বসবাসকারীরা। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য রেজাউল ইসলামকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন ২৪ঘন্টা মাটি বহন করা হয়না, বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত মাটি বহন চলে। হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাওয়া কলারোয়ার দমদম ফয়জুল্লাহ ভাটা মালিকের নেত্রীত্বে মাটি কাটা এবং বহন চলছে। প্রভাবশালীদের ভয়ে নাম প্রকাশ করতে চাচ্ছে না গ্রামবাসীরা অনেকে বলছেন এর সাথে রয়েছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী দের হাত প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।