ভোলায় কৃষক পুরুস্কার প্রদান এবং মেন্টরিং ও ফলো-আপ ডিসকাশন অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধিঃ কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল,তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরন ৩য় পর্যায়ে প্রকল্পের আওতায় ভোলায় কৃষক পুরুস্কার প্রদান এবং মেন্টরিং ও ফলো-আপ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এর আয়োজনে এ পুরুস্কার প্রদান অনুষ্ঠিত হয়। এসময় ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির, অতিরিক্ত উপ-পরিচালক এস এম মিজান মাহমুদ, কৃষি ব্যাংক ভোলা জেলা শাখার রিজোনাল ম্যানেজার সৈয়দ লিয়াকত হোসেন, বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়ানুর রহমান বিপ্লব,জেলা কৃষকলীগের সভাপতি মোঃ আল মামুন অর রশীদ সহ সাত উপজেলা কৃষি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।