খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে-এমপি শাওন 

ভোলা প্রতিনিধিঃ  ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। তাই উন্নত জাতি ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।  খেলার মাধ্যমে বাংলাদেশ আজ সারা বিশ্বে পরিচিতি লাভ করছে। আমরা বিজয়ী জাতি আর বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলব। আজকের এই শিশুরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।
রবিবার বিকালে ভোলার লালমোহনে উপজেলা ক্রিয়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭)উদ্বোধনে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো  বলেন,স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান খেলাধুলায় দিকে বিশেষ দৃষ্টি দিয়েছে। তিনি একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুনভাবে গড়ে তুলেছেন।  তার সময়ে  বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশ ফিফার সদস্যপদ পায়। যেটা খুব অসাধ্য সাধন করার বিষয় ছিল।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, ধলীগোরনগর  একাদশ ও  বদরপুর একাদশ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন, উপজেলা ক্রিয়া সংস্থার সাধারন সম্পাদক আহাদুল ইসলাম সুজনসহ আরো অনেকে।