ভোলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি : ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক (অনুর্ধ্ব ১৭) শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে ভোলা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ভোলা গজনবী স্টেডিয়ামে ফুটবল টুর্নামেন্টের বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্স বক্তব্য রাখেন , সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী ভোলা -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহম্মেদ। এসময় বিশেষ অথিতি হিসাবে আরো উপস্থিত ছিলেন,স্থানিয় সরকারের বিভাগের উপ-পরিচালক রাজিব আহম্মেদ,ভোলা জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন,ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস। খেলায় ভোলা সদর উপজেলার ১৩টি দল অংশ গ্রহন করবেন। উদ্বোধন খেলায় আলিনগর ও ধনিয়া ইউনিয়ন দুটি দল অংশ গ্রহন করেন । ট্রায়বেকারে ধনিয়া ইউনিয়নকে ৪-৫ গোলে আলিনগর হারায়।