সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলার সীমান্তে ভারতীয় গরু সহ চোরাই কয়লা আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের মধ্যনগর ও তাহিরপুর উপজেলার সীমান্তে ভারতীয় গরু সহ চোরাই কয়লা আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি।বিজিবি তথ্য সুত্রে জানা গেছে গতকাল (২৯মে)রবিবার গভীর রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধীনস্থ মধ্যনগর উপজেলার মাটিয়ারবন বিওপির টহল,সীমান্ত পিলার ১১৮৯/১৬-এস এর নিকটবর্তি শূন্য রেখা বরাবর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় মধ্যনগর উপজেলার ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গিলাগড়া নামক স্থান হতে হতে ৪টি ভারতীয় গরু আটক করেছে।

এছাড়াও আজ ভোররাতে পার্শ্ববর্তী উপজেলার টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৯৮;৩-এস এর নিকট হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থান হতে ১হাজার কেজি ভারতীয় কয়লা আটক করেছেন।একই দিনে লাউরগড় বিওপির টহল দল অন্য একটি পৃথক অভিযানে সীমান্তের মেইন পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১জাহার ৩ শত কেজি ভারতীয় কয়লা আটক করেছে।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি পরিচালক মোঃ মাহবুবুর রহমান জানান, আটককৃত ভারতীয় গরু ও কয়লা শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।