
সময়ের নিউজ ডেস্ক : উদ্ভোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর রাজস্ব কর্মকর্তা (সিঃ সহকারী সচিব) জনাব সৈয়দ শামসুল তাবরীজ এবং বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব ও পাঠকপ্রিয় লেখক জনাব তানভীর শাহরিয়ার রিমন
যাত্রা পথে অপেক্ষমান সময়টুকু অত্যন্ত বিরক্তিকর হয়ে থাকে, সেই অবসর সময়কে কাজে লাগানোর জন্য গরিবুল্লা শাহ্ মাজারস্থ সৌদিয়া এসি বাস কাউন্টারে আজ আনুষ্টানিক উদ্বোধন এর মাধ্যমে যাত্রা হল এই অবসর পাঠাগার।

উদ্বোধক জনাব সৈয়দ শামসুল তাবরীজ বলেন, বর্তমানে তরুণ সমাজ বইবিমুখী। এই সময়ে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর এমন উদ্যোগকে স্বাগত জানাই। তাদের এমন উদ্যোগ আমাদের তরুণ সমাজকে বইমুখী করবে। তারা ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজন করবে বলে আশা রাখি।
তানভীর শাহরিয়ার রিমন বলেন, যুব সমাজকে মাদকমুক্ত ও মোবাইল আসক্তি মুক্ত করতে স্বপ্নযাত্রী’র ব্যতিক্রম এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
পড়েছেনঃ ১০৬