আমিরাতের শারজা খোর ফাক্কান মসজিদের বাংলাদেশি ইমাম এর ইন্তেকাল

আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের শারজা খোর ফাক্কান মসজিদের ইমাম ও খতিব শায়েখ ক্বারী সাঈদ বিন জামিল (রাহিমাহুমাল্লাহু) ইন্তেকাল করেছেন। জানা যায়, দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন তিনি। ক্যান্সার আক্রান্ত হয়ে বাংলাদেশ ও ভারতে চিকিৎসা শেষে, আরব আমিরাতের আল তোয়াম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কারী সাঈদ বিন জামিল।

কারী সাঈদ বিন জামিল এর দেশেরবাড়ি মৌলভীবাজার জেলায় তার দুই ছেলে ও দুই মেয়ে অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছে বলে জানা গেছে। তিনি জামেয়া রাহমানীয়া মৌলভীবাজার মাদরাসার প্রতিষ্ঠিাতা প্রিন্সিপাল হযরত মাওঃ জামিল আহমদ আনসারী সাহেবের বড় ছেলে।

এ দিকে তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। তার মরদেহ দেশে নেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয় নি।