
মাসুদ পারভেজ রুবেল ,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় এই দিবসটিকে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি আয়োজনে সংগঠনের অফিস কার্যালয়ে জাতীয় পতাকা , সংগঠনের পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। সোমবার (১ মে) বেলা ১১ টার দিকে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির
সংগঠনের আয়োজনে অফিস কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী বের করে । তার পর অফিস চত্ত¡র থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা
ঘুরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার
আহŸান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, রৌমারী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক আবু হোরায়রা, বন্দবেড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল দোহা, আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির সংগঠনের সভাপতি মো.নুরুল আজম বাবু। এছাড়াও বিভিন্ন সংগঠনের স্ব স্ব উদ্যোগে মে দিবস পালন করা হয়।