রৌমারীতে ইমারত নির্মাণ শ্রমিকদের মে দিবস উদযাপন

মাসুদ পারভেজ রুবেল: রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় এই দিবসটিকে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সংগঠনের আয়োজনে সংগঠনের অফিস কার্যালয়ে জাতীয় পতাকা , সংগঠনের পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

সোমবার (১ মে) বেলা ১০ টার দিকে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সংগঠনের আয়োজনে অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে একই স্থানের এসে শেষ হয়। এসময় উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সংগঠনে নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহŸান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী ইমন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক আবু হোরায়রা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য হারুনর রশিদ হারুনসহ আরও অনেকে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি মতিউর রহমান। এছাড়াও বিভিন্ন  সংগঠনের স্ব স্ব উদ্যোগে মে দিবস পালন করা হয়।