
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় চতুর্দেশীয় বাংলাবান্ধায় বন্দর শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো: ইদ্রিস আলী ও সাধারন সম্পাদক আতাউর রহমান এর নেতৃত্বে এবং অপর একটি শ্রমিক ইউনিয়ন সভাপতি মো: নাজির হোসেন ও সাধারন সম্পাদক মো: মানিক মিয়ার নেতৃত্বে পৃথক ভাবে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। সোমবার পহেলা মে সকাল ৯ টায় বাংলাবান্ধায় শ্রমিক ইউনিয়নের অফিস কার্যালয় থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বাংলাবান্ধা শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ মো; ইদ্রিস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, শ্রমিক ইউনিয়ন সভাপতি আজিজুল হক এবং হাসিবুল ইসলাম সহ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া মেনে নেওয়ার জন্য সকল কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান, বিশেষ করে শ্রমিকদের ৮ ঘন্টার অতিরিক্ত ডিউটি না করানোর জন্য মালিক পক্ষের কাছে অনুরোধ করেন। বক্তব্যে তারা আরো বলেন শ্রমিকের জন্য দেশ আজ অনেক দূর এগিয়ে যাচ্ছে, অনেক শ্রমিক বিদেশ থেকে টাকা উপার্জন করে দেশের জন্য অনেক বড় ভূমিকা পালন করছেন। তাই শ্রমিকের ন্যায্য দাবী মেনে নেওয়া সরকারের উচিত। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন অন্যায় ভাবে কোন শ্রমিকের গায়ে আঘাত করলে তার ফল ভালো হবে না, শ্রমিকরা নির্যাতন কখনো মেনে নেয়নি আর ভবিষ্যতেও নেবেনা।
পড়েছেনঃ ১০৮