জামালগঞ্জে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

সুনামগঞ্জ ,প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ। সোমবার ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করেন জামালগঞ্জ থানার এএসআই সুমন চন্দ্র গুপ। পুলিশ সুত্রে জানা যায়, নৌকার মাঝি সেজে সাজাপ্রাপ্ত আসামী ধরে জামালগঞ্জ থানায় নিয়ে আসেন । জামালগঞ্জ থানার এএসআই সুমন চন্দ্র গোপ সংগীয় ফোর্সসহ জামালগঞ্জ থানার জলিলপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে মো: রতন মিয়াকে গ্রেফতার করা হয়। জানাযায়, পারিঃ জারী মামলা নং-০১/২১ মামলার ০৩ মাসের সাজা প্রাপ্ত আসামী মোঃ রতন মিয়া, পিতা-মোঃ ছিদ্দিক আলী, সাং-জলিলপুর, থানা- জামালগঞ্জ, জেলা-সুনামগন্জ। রতন মিয়া দীর্ঘ দিন যাবৎ পলাতক রয়েছেন। গজারিয়া নৌকা ঘাট থেকে গ্রেফতার করেন। আসামী দ্রুত সুনামগঞ্জ জো-টি সিয়াটল আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সুত্রে জানাযায়।