
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন সরকারী প্রতিশ্রæতি বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ¦ মো: মোসলেম উদ্দিন এ্যাডভোকট এমপি। পরে এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এর সভাপতিত্বে ও উপজেলা পাবলিক হলে এ উপলক্ষে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড় বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো : আব্দুল মালেক সরকার ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মো: শরাফ উদ্দিন শর ,মহিলা ভাইস চেয়ারম্যান মোছা পারভীন সুলতান্ধাসঢ়; অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেসমিন নাহার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ কিষাণ-কিষাণীগণ উপস্থিত ছিলেন। এ মেলা সর্বমোট ২০টি স্টল অংশগ্রহন করেন । আজ সোম বার ) শুরু হয়ে বুধ বার সন্ধ্যা পযন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।