দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

ময়মনিসংহ প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে একযোগে জঙ্গীবাদের সিরিজ বোমাবাজী এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাসী তান্ডবের বিরুদ্ধে ১৭ আগস্ট বুধবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে দলীয় নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বঙ্গবন্ধু চত্বরে উপস্থিত হন। মিছিল পুর্ব মুহুর্তে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে।

মিছিলে এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, ডাঃ তোফাজ্জল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাইদ মিলন, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক দুলাল, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদীন মন্ডল, সদস্য এস এম ইব্রাহিম, আনসার আলী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান জামান, কৃষক লীগের সভাপতি মাসুদ আলম লিটন, যুব লীগের যুগ্ন আহবায়ক মঞ্জুরুল হক রাসেল, তাতীলীগের সভাপতি চান মিয়া সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।