কলমাকান্দায় ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে চার তলা ভবন উদ্বোধন করলেন এম পি মানু মজুমদার

নেত্রকোনাঃ নেত্রকোনার জেলার কলমাকান্দা উপজেলা সদরে , ২ কোটি ৩৮ লাখ টাকা ব্যায়ে কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা ভবন উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর,মঙ্গলবার সকাল সাড়ে ১১. ঘটিকায় এ ভবনের উদ্বোধন করেন নেত্রকোনা -১ আসনের এমপি মানু মজুমদার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনার অধীনে ভবনটি নির্মাণ করা হয়।

এ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী সভায়,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ক্যামিলিয়া মজুমদারের সভপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক চন্দনা তালুকদারের এবং সহকারি শিক্ষক এমদাদুল ইসলাম আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন,প্রধান অথিতি ও উদ্বোধক সংসদ সদস্য মানু মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার শিমু,আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন,কলমাকান্দা কলেজের প্রিন্সিপাল সুকুমার বনিক,মাধ্যমিক শিক্ষা অফিসার এফএম আব্দুল ওয়াজেদ তালুকদার, যুব লীগ সভাপতি মিজানুর রহমান সেলিম,ওলামা লীগ সভাপতি তরিকুল ইসলাম, অভিবাবক সদস্য যুব লীগ নেতা মাসুদ কবীর,সেচ্ছাসেবক লীগ সভাপতি হেলাল উদ্দিন,ছাত্র লীগের আহবায়ক সোহেল রানা,শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হালিম,কলমাকন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম ইলিয়াস হোসেন,প্রেস ক্লাব সভাপতি রাজ্জাক আহামেদ রাজু,কলমাকান্দা বলিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার সহ আরো অনেকেই।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আঃ আহাদ,কলমাকান্দার সিনিয়র সাংবাদিক ফখরুল আলম খসরু,সাংবাদিক আঃ রশিদ,উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন ।

বক্তারা, নব নির্মিত ভবন উদ্বোধন করায় সংসদ সদস্য মহোদয় মানুমজুমদারকে ধন্যবাদ শুভেচ্ছা জনায়, পাশাপাশি উপজেলায় নারী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান এই কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়কে জাতীয়করনের জোর দাবী জানান বক্তারা । পরিশেষে বিদ্যালয়ের সভাপতি ক্যামেলিয়া মজুমদারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।