
ময়মনিসংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ ও ভিক্ষুকদের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য ও সরকারী প্রতিশ্রূতি বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এ্যাডভোকেট। এ উপলক্ষে আজ মঙ্গল বার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোসলেম উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মালেক সরকার। বক্তব্যে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার, জবান আলী, ওসি তদন্ত শফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অফিসার মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফুলবাড়ীয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাকির আহম্মেদ খান প্রমুখ। গ্রাম পুলিশদের মাঝে ১০৬টি বাইসাইকেল, ভিক্ষুকদের মাঝে ভ্যানগাড়ি ৭টি ও দুই টি হুইল চেয়ার, মুমূর্ষ রোগীর দুই জনকে আর্থিক সহায়তা প্রদান।