মধ্যনগর থানা কতৃক আয়োজিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদের কার্যালয়ে, আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ১৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ১ টার সময় মধ্যনগর থানা কতৃক আয়োজিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সম্প্রীতি তথা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ অসাম্প্রদায়িক চেতনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদক,জুয়া,বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ করার লক্ষে, অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক এর সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয় ।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদার ও সকল ইউপি সদস্য বৃন্দ। এছাড়াও মধ্যনগর পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরন তালুকদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপরও পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আদিবাসী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।