
ফুলবাড়ীয়া ( ময়মনিসংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে সেবামূলক কাজের অংশ হিসাবে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত মোকাবিলায় দ্বিতীয় বারের মতো ৭ শতাধিক তালগাছ রোপণ করা হয়েছে। মঙ্গলবার (২০, সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌর হাসপাতাল হয়ে ফুলবাড়িয়া ইউনিয়নের আন্ধারিয়া পাড়া সড়কে প্রায় ৩ কিলোমিটার এলাকা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ ইমদাদুল হক সেলিম আনুষ্ঠানিক ভাবে তালের বীজ রোপণের কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বিধান চন্দ্র দেবনাথ, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, উপজেলা প্রকৌশলী মাহবুব মুর্শেদ, আখালিয়া হেল্থ সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম কাজল, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, কালের কণ্ঠের সাংবাদিক আব্দুল হালিম, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফুলখড়ির সহ- বার্তা সম্পাদক হাফিজুল ইসলাম স্বপন। উল্লেখ্য, এর আগে গতবছর সাপ্তাহিক ফুলখড়ি’র উদ্যোগে উপজেলার বাক্তা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় তালের বীজ রোপণ করা হয়।