
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং উত্তর বংশিকুন্ডা ইউনিয়নের ইছামারি গ্রামে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করে এবং মাদক ব্যবসায়ী সতীশ কে গ্রেফাতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক এর নির্দেশনায় ও নেতৃত্বে এসআই মোঃ শামীম আল মামুন, এএসআই এবাদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ০১ নং বংশীকুন্ডা ইউনিয়ন এর ইছামারি গ্রামে অভিযান পরিচালনা করিয়া জনেন্দ্র হাউয়ির ছেলে,ল সতীশ সাংমা(৪০) কে গ্রেফতার করেছে। দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক করা সতীশ এর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দ করা মদ ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ও সি মোঃ জাহিদুল হক নাজমুল, তিনি বলেন মাদকের বিরুদ্ধে অভিযোগ পেলেই তাৎকনিক আইনের ব্যবস্হা নেওয়া হবে , মাদক নিধনে আমরা সবসময় সচেষ্ট আছি।
পড়েছেনঃ ১৫৫