মধ্যনগরে ২৬ বোতল ভারতীয় মদ সহ নারী পুরুষ ২ মাদক কারবারি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মাদক কারবারি মাইফুল বেগম ও বিপুল মিয়া কে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক এর তৎপরতায় ও নেতৃত্বে এসআই মোঃ মশিউর রহমান, এএসআই আব্দুল আজিম সঙ্গীয় ফোর্স সহ দুপুর ২ টার সময় মধ্যনগর থানাধীন ০৩ নং চামরদানী ইউপির অন্তর্ভুক্ত দুগনই বদরপুর গ্রামে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া শফিক মিয়ার ছেলে বিপুল (২২) ওয়াসিম মিয়ার স্ত্রী মাইফুল বেগম(২৫) কে মধ্যনগর থানার – সুনামগঞ্জ জেলা এর হেফাজত হতে ১৮টি ৩৭৫ মিঃলিঃ ও ০৮টি ৭৫০ মিঃলিঃ মোট ২৬(ছাব্বিশ) বোতল ভারতীয় মদ সহ আটক করা হয়। মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। এবিষয়ে ও সি মোঃ জাহিদুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ সহ নারী ও পুরুষ দুই মাদক কারবারি কে গ্রেফতার করেছি, এবং মাদক নিধনে আমরা সবসময় সচেষ্ট আছি। কোনও সন্দান পেলেই সাথে সাথে অভিযান চালানো হবে।