হাফিজুল ইসলাম স্বপন, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিবগঞ্জ হাট কালির বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের শিবগঞ্জ বাজার আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সকালে শিবগঞ্জ বাজার আউটলেট শাখার কার্যালয়ে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকটির ময়মনসিংহ প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আতাউর রহমান খান। পরে সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ীয়া শাখার ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে, ফুলপুর শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আবুল কালামের সার্বিক তত্ত্বাবধানে ও আউটলেটের পরিচালক আব্দুর রাজ্জাক মিলনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন পুটিজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুর রহমান রয়েল। আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও শিবগঞ্জ হাট কালির বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলিম আব্দুল্লাহ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মতিন, সোনালী ব্যাংক কেশরগঞ্জ বাজার শাখার ম্যানেজার উজ্জল চন্দ্র দে, ইউপি সদস্য ফারুক হোসেন, পুটিজানা প্রবাসী পরিবার মানবতার সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা কুয়েতি রফিক মন্ডল, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ জয়নাল আবেদীন, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম মন্ডল সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা আউটলেটে একাউন্ট করে লেনদেন করার সুবিধা আলোচনা করেন এবং ব্যাংকটির ভবিষ্যত সাফল্য কামনা করেন।