হাফিজুল ইসলাম স্বপন, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৫নং দেওখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফরিদা ইয়াসমিন নীশি নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল রায়হান এ তথ্য নিশ্চিত করেন।
(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার এ উপনির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো: জয়নাল আবেদীন (চশমা) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৭৯ ভোট। স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ৪৫৪ ভোট বেশী পেয়ে নৌকা বিজয়ী হয়েছে। চার স্তরের নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল ৮.৩০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত ইভিএম এ ভোট গ্রহন সম্পন্ন হয়। ১৯ হাজার ১৯ ভোটারের মধ্যে ৯ হাজার ৬শত ১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। শতকরা ৫০.৫৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হওয়ায় সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট এমপি নব-নির্বাচিত চেয়ারম্যান মোছাঃ ফরিদা ইয়াসমিন নীশিকে অভিনন্দন জানান। উল্লেখ্য, দেওখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম বাবলু এর মৃত্যুতে পদটি শূন্য হলে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নৌকার প্রার্থী মোছাঃ ফরিদা ইয়াসমিন নীশি মরহুম তাজুল ইসলাম বাবলুর স্ত্রী ।