পিরোজপুর সদরে ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ বই বিতরণ উৎসব

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলার ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৩ এর নতুন বই শিশুদের হাতে বই তুলে দিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক জনাব মোঃ জাহেদুর রহমান। উৎসবমুখর পরিবেশে ছাত্র-ছাত্রীর অভিভাবকদের সাথে মতবিনিময় করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব জাহেদুর রহমান। বর্তমান সরকারের শিক্ষা বিকাশের মনোভাব তিনি তুলে ধরেন , শিশুরা আগামী দিনে দেশের উচ্চ শিখরে অবস্থান করবেন এ আশাও ব্যক্ত করেন, পাশাপাশি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন কোন শিশুই যেন ঝরে পড়ে না যায় তাদের অবহেলায় এদিকেও সচেতন থাকার আহ্বান জানান।

স্কুলের প্রধান শিক্ষিকা সোহেলী আশফিয়া সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কুমারেশ চন্দ্র গাছী, জেলা প্রাথমিক অফিসার, পিরোজপুর, জনাব মোল্য্যা ফরিদ আহমেদ, সুপার পিটিআই পিরোজপুর, জনাব মোঃ কামরুজ্জামান, সহকারী জেলা প্রাথমিকশিক্ষা অফিসার, পিরোজপুর, জনাব মো নুরুল আমীন সিকদার, উপজেলা শিক্ষা অফিসার, পিরোজপুর সদর, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব চন্ডীচরণ পাল। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে নুতান বই ডায়েরি প্রদান করা হয়।