পিরোজপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি ধর্মবিরোধী মতবাদ দিয়ে ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তাক সংশোধন করার দাবীতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  শুক্রবার (৩রা ফেব্রুয়ারি) জুমার নামায শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজনে কেন্দ্রিয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

মিছিল পরবর্তি পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মো: শাহাবুদ্দিন কাশেমী, সিনিয়র সহ সভাপতি মাওলানা মো: ইয়াহিয়া হাওলাদার, ইসলামী আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল আহসান, জেলা সেক্রেটারি মোঃ মনিরুল হাসান, জাতীয় ওলামা মাশায়েক দায়িমা পরিষদের জেলা সভাপতি মাওলানা মো: রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

এসময় নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও সরকারের কাছে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি ধর্মবিরোধী মতবাদ দিয়ে ইসলামকে হেয় করার প্রতিবাদে এবং বিতর্কিত পাঠ্যপুস্তাক সংশোধন করার দাবী জানান বক্তরা।