
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর থানা পুলিশের অভিযানে ও অফিসার ইনচার্জ সদর থানার নেতৃত্বে এসআই/শামসুজ্জোহা, এসআই/পলাশ চন্দ্র রায়, এএসআই/ গোলাম রব্বানী পিপিএম, কং/মোফাজ্জল হোসেন বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক উদ্ধারের জন্য থানা এলাকায় অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ০৮/০৫/২০২৩ইং তারিখ ১৭.৪৫ ঘটিকায় পঞ্চগড় সদর থানাধীন ০৮নং ধাক্কামারা ইউনিয়নের লাঙ্গলগাও গ্রামস্থ ঢেমসীমারী কাজী ফার্মস হইতে পঞ্চগড়গামী কাঞ্চনা কবরস্থানের পাশে বাঁশ ঝাড়ের কাছে চলাচলের কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ জসির রানা(২৯) পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা- মোছাঃ জোৎস্না বেগম, সাং-পাটোয়ারী পাড়া, পঞ্চগড় পৌরসভা, থানা ও জেলা- পঞ্চগড় কে ১৩৮(একশত আটত্রিশ) পিচ ইনজেকশন, যাহার মধ্যে ১। Buprenorphine Injection I.P 2ml ৪৬(ছিচল্লিশ) পিচ, ২। Easium Diazepam 10mg 2ml ৪৬(ছিচল্লিশ) পিচ, ৩। PHENEREX IN 2ml, ৪৬(ছিচল্লিশ) পিচ উদ্ধার করিয়া এবং পলাতক আসামীর মাদক ক্রয় বিক্রয় কজে ব্যবহৃত একটি পুরাতন DAYUN 80সিসি লাল রংয়ের মোটরসাইকেল সহ আটক করা হয়। এ সময় মোঃ রাজু ইসলাম(২৭) পিতা- মোঃ আইবুল ইসলাম, সাং-দর্জিপাড়া, পঞ্চগড় পৌরসভা, থানা ও জেলা-পঞ্চগড় পালাইয়া যায়। এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পড়েছেনঃ ১১৫