
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে হাটহাজারী প্রবাসী আওয়ামী পরিবারের উদ্যোগে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার ১৬ সেপ্টেম্বর রাত ১০ টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশ এর রোলা এশিয়ান প্যালেস,মোবারক সেন্টারে উক্ত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা বাংলাদেশ সমিতি শারজাহ এর সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরীর সভাপতিত্বে ও উদযাপন কমিটির সদস্য সচিব খোরশেদ মোবারকের সঞ্চালনায় মৌলানা মোহাম্মদ ইলিয়াছ এর কোরআন তেলোয়াত ও কাজী ফিরোজ উদ্দিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ সালাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল,উত্তর জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব জাফর আহমেদ,আলহাজ্ব আহম্মদ ছগীর চৌধুরী, আমির হোসেন, আরশাদ হোসেন হিরু, কাজী মোহাম্মদ আলী, আলহাজ্ব আজম খান, সি আই পি সেলিম, শাহাদাত হোসেন, নাছির উদ্দীন তালুকদার, মোহাম্মদ ইয়াকুব, সাইফুদ্দিন আহমেদ, নুরুন্নবী রওশন, আবুল কাশেম,আহমেদ আলী জাহাঙ্গীর, প্রকৌশলী মোরশেদ একরামুল হক চৌধুরী, হাসান মুরাদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকা থেকে আগত কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ ও হাটহাজারী প্রবাসী আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।