![](https://somoyernews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ৪ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়েছেন। মূলত ভূমি সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ কম বলেই এমন আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুন) পরীক্ষা শেষে দুপুরে উপজেলা ভূমি অফিসের আঙিনায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান আরিফুল আলম রাজু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু।
পরে “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যে সেবাগ্রহীতাদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অতিথিরা। সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, সেবাগ্রহীতারা যেন সরাসরি আমার কাছে আসেন। কোন দালাল চক্রের হাতে যেন পড়েন। আমার সাথে কথা বললে আমি শতভাগ চেষ্টা করব সমস্যা সমাধান করে দিতে। কিন্তুু নিজেই গিয়ে অন্যের দ্বারস্থ হলে ভোগান্তির জন্য তিনিই দায়ী হবেন। তিনি আরও বলেন, স্মার্ট ভূমি সেবা নিশ্চিতে আমরা সচেষ্ট রয়েছি। আমার দপ্তরের সকলে এ ব্যাপারে আন্তরিক। অনলাইনে আবেদন করে এখন সহজে নামজারি খতিয়ান মিলছে। সরকারি ফি ব্যতিত কোন টাকা খরচ যেন না হয় নাগরিকদের সে বিষয়ে আমি নজরদারি করছি। ডিজিটাল রেকর্ডরুমের কাজ শেষ হচ্ছে। ফাইল গায়েবের কোন ঘটনা এখন নেই বললেই চলে। পুরো উপজেলার সকল জমির সার্ভে করা হয়েছে। এক ক্লিকে দেখা যাবে কোনটি খাস, কোন অর্পিত সম্পত্তি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, উপজেলার মানুষ যেন সহজে ভূমি পান সেজন্য এসিল্যাণ্ডকে সাথে নিয়ে কাজ করছি। জমিজমা সংক্রান্ত বিরোধগুলো স্থানীয়ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাউকে যেন আদালত পর্যন্ত যেতে না হয় এটিই আমাদের লক্ষ্য। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতেও সমস্যা সমাধান করা হচ্ছে। তিনি আরও বলেন, আমি মাঝে মাঝেই ভূমি অফিসের কর্মচারীদের বকাঝকা করি। মানুষ স্বভাবতই অলস। তারা অনেক সময় ঝিমিয়ে পড়ে। তাই এটি তাদের জন্য গিয়ারআপ। কোন সেবা প্রার্থী যেন হয়রানি না হয় সেটি নিশ্চিত করাই আমার লক্ষ্য।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, ক্যাপ্টেন শামুসল হুদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজাম মুনীরা (প্রথম স্থান), সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুম মুনীরা (২য় স্থান), একই বিদ্যালয়ের খাতুনূর জান্নাত তানিশা (দ্বিতীয় যুগ্ম) ও বালিকা উচ্চ বিদ্যালয়ের চৌধুরী সিথি চৌধুরী তৃতীয় স্থান। অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন। অন্যদিকে ভূমি সেবা সপ্তাহসহ অন্যান্য বিষয়ে সকল বিশেষ অবদান রাখায় উপজেলার ৪ ইউনিয়ন ভূমি অফিসের মধ্যে প্রথম হয়েছে ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিস। ওই অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নুরুল আহসানকে ক্রেষ্ট তুলে দেওয়া হয়।