
আহসান উল্যাহ সজিব, কাতার প্রতিনিধি: ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কাতার তাই অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নির্মিত হচ্ছে নতুন রাস্তা, হোটেল, মার্কেট সহ দ্রুত গতিতে এগিয়ে চলছে বিভিন্ন নির্মাণ কাজ এতে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। এরই দ্বারাবাহিকতায় চট্টগ্রাম বাঁশখালীর এর কৃতি সন্তান তরুণ উদ্যোগক্তা মোহাম্মদ জোবায়ের এর মালিকানাধীন গ্রীন হাউস লাইভ পোল্ট্রি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার কাতারের রাজধানী দোহার বাণিজ্যিক নগরী মাইজার তিজারি রোডের পাশে ফিতা কেটে গ্রীন হাউস লাইভ পোল্ট্রি এর উদ্বোধন করেন স্বত্বাধিকারী মোহাম্মদ জোবায়ের । এই সময় আরও উপস্থিত ছিলেন মোঃ সালা উদ্দিন, মেহেরাজ, বেলাল,রাসেল ,সালাউদ্দিন, মোজাহিদ, বাবুল,মেজবাহ সহ অনেক প্রবাসী বাংলাদেশীরা। স্বত্বাধিকারী মোহাম্মদ জোবায়ের বলেন, কাতার প্রবাসী শ্রমজীবী বাংলাদেশিদের আস্থারস্থল বিনির্মাণের লক্ষ্যে সহজ ও সুলভমূল্যে সেবা দেয়ার প্রত্যয় নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। এখানে সকল প্রকার হাঁস,মুরগি, রাজ হাঁস,কবুতর, কোয়েল পাখি,টার্কিশ মুরগি সহ সবগুলো ফ্রেস পাওয়া যাবে।