
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হয়েছে। (০৭ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণা কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে কামরুন্নেছা আশরাফ দীনার উপস্থিতিতে ২শত অসচ্ছল শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে কম্বল তুলে দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক মোঃ আলাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সেন সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
পড়েছেনঃ ১০৯