বাদল রায় স্বাধীন: সন্দ্বীপে রিকল প্রজেক্ট এসডিআই এর উদ্যোগে ও দাতা সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋন প্রদানে সরকারী ও বেসরকারী অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিভিন্ন ব্যাংক কর্মকর্তা,এনজিও কর্মকর্তা, উৎপাদক দল ও ব্যবসার সাথে জড়িত সদস্যরা অংশ গ্রহন করেছেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন রিকল প্রজেক্টের প্রকল্প সমন্বয়কারী শ্যামল রায়। সন্মানীত অতিথি ছিলেন, এসডিআই এর আঞ্চলিক ব্যবস্থাপক হারুন অর রশিদ -আমার বাড়ি আমার খামার প্রকল্পের ব্যবস্থাপক কামাল উদ্দিন ,উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের ইন্সট্রাকটর আব্দুল খালেক,কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন,ইউনাইটেড চাটার্ড ব্যাংকের ব্যবস্থাপক দিদারুল আলম ,এসডিআই সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী আনোয়ার পারভেজ, কৈশোর প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার মজনু আলম, রিকল প্রজেক্টের এফএফ বাদল রায় স্বাধীন।অনুষ্ঠান সঞ্চালক ছিলেন এফএফ ইসমাঈল ফরিদ। সভায় আগত উৎপাদক দলের সদস্যরা সরকার কর্তৃক ঘোষিত বিভিন্ন রাষ্টায়ত্ব ব্যাংকে প্রনোদনা প্যাকেজের ঋন প্রাপ্তিতে বিভিন্ন বিড়ম্বনা,কর্মকর্তাদের অবহেলা ও অতিরিক্ত ডকুমেন্ট চাওয়ার কারনে সে সব প্রনোদনা প্যাকেজ তাদের অধরা থেকে যায় বলে অভিযোগ করেনন।এ ছাড়াও তাদের কথা ও কাজের প্রচুর অমিল রয়েছে বলে মতামত ব্যক্ত করেন।সর্বোপরি সে টাকা বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে বা অনৈতিক ভাবে নিয়ে নেন বলেও মন্তব্য করেন।এজন্য তারা সহজ শর্তে ঋন প্রদানের জোড়ালো আবেদন রাখেন।