
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাহাড়ের লোকজনের বিশুদ্ধ খাওয়ার পানির সংকট কমাতে সুপারস্টার গ্রুপের প্রতিষ্ঠান আবদুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট্রে’র পক্ষ থেকে রংছাতি ইউনিয়নের হাতিবেড় চন্দ্রডিঙ্গা এলাকায় আদিবাসী রোজি সাংমার বাড়ির প্রাঙ্গণে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। পরে শনিবার বিকেলে ওই ইউনিয়নের বেতগড়া এলাকার উজ্জ্বল হাজংয়ের বাড়িতে আরো একটি নলকূপের উদ্বোধন করা হয়। তাছাড়া খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর এলাকার গোপাল সরকারের বাড়িতে একটি নলকূপ ও লেংগুরা ইউনিয়নের চেংগ্নী এলাকার ক্ষুদিরাম হাজংয়ের বাড়িতে আরেকটি নলকূপ স্থাপনের প্রস্তুতি চলছে। এবিষয়ে সুপারস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ বলেন, কলমাকান্দা ছাড়াও আরো ৪০টি জেলায় আবদুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট্রে’র পক্ষ থেকে ৬৬টি এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, কলমাকান্দা উপজেলায় শতভাগ বিশুদ্ধ সুপেয় পানি নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করে যাচ্ছেন। তারপরও পাহাড়ি জনপদে বিশুদ্ধ সুপেয় পানির সংকট চলছিল। দেশের খ্যাতনামা সুপারস্টার গ্রুপের আবদুর রহিম মেমোরিয়াল ট্রাস্ট্রে’র পক্ষ থেকে উপজেলার পাহাড়ি জনপদে নলকূপ স্থাপন করায় মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসছে।