নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা বিএনপির

পিরোজপুর প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, দেশব্যাপী লাগামহীন দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে পুলিশি বাধা উপেক্ষা করে পিরোজপুর জেলা বিএনপি এবং সকল ইউনিট এর সমন্বয়ে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ ল-প্লাজার সামনে অনুষ্ঠিত হয়েছে। ১১ জূন শনিবার সকাল ১১টায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন -বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব এলিজা জামান, অধ্যক্ষ আলমগীর হোসেন আহবায়ক জেলা বিএনপি, অ্যাডভোকেট আবুল কালাম আকন সদস্য জেলা বিএনপি, জনাব আব্দুস সালাম বাতেন সভাপতি শ্রমিক দল। আরো উপস্থিত ছিলেন মহিলা দল যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও অন্যরা । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু। জেলা বিএনপি বক্তারা বলেন তেল-গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা।  দেশনেত্রী আজ অসুস্থ তাই অনুষ্ঠান সংক্ষিপ্ত করে তার জন্য দোয়া মোনাজাত এর আয়োজন করা হয়।