
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পাবর্ত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচীর আওতায়-২০২১-২০২২ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য সরকারি প্রতিশ্রুতি সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এ্যাডভোকেট। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ নাহিদুর করিম এর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ মালেক সরকার, অফিসার্স ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরাফ উদ্দিন শর,ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল প্রমূখ।
পড়েছেনঃ ১০২