শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ খাদ্য ঘাটতির থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রুপান্তরিত হয়েছে এলজিআরডি মন্ত্রী

জামালপুর জেলা প্রতিনিধিঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, নিষ্ঠা ও দক্ষতার কারণেই হতদরিদ্র দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে স্থান করে নিয়েছে। তাঁর দৃঢ় নেতৃত্বে দেশ খাদ্য ঘাটতির থেকে খাদ্য উদ্বৃত্তের দেশে রুপান্তরিত হয়েছে। তিনি আরও বলেন, ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার সময় আমাদের মাথাপিছু আয় ছিল ৫০০ ডলারের মতো। এখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার ডলারের বেশি।
শনিবার (০৮ জানুয়ারি) বিকেলে জামালপুরের ইসলামপুরে মোঃ ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ ফরিদুল হক খান দুলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র শেখ মোঃ আব্দুল কাদের, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম মানিক প্রমুখ। পরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি’র) আওতায় ৭ কোটি ৫০ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৫০০ আসন বিশিষ্ট ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের শুভ উদ্বোধন ঘোষণা করেন এলজিআরডি মন্ত্রী। এর আগে মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ইসলামপুরে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।