প্রধানমন্ত্রী সারা দেশে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভুমিহীন ও গৃহহীন  পরিবার কে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষ্যে ফুলবাড়ীয়ায়  প্রেস ব্রিফিং

ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি : আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী সারা দেশে এক যোগে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষ্যে ভুমিহীন ও গৃহহীন পরিবার কে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন এ উপলক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায়  প্রেস ব্রিফিং করেছে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম।

আজ (মঙ্গলবার) দুপুরে তার নিজ অফিস কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় । এ সময় ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ,সেক্রেটারী সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৩ য় ধাপের ২য় পর্যায়ে ফুলবাড়ীয়া উপজেলায়  ১৯ টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ কার্যক্রমের উদ্বোধন করা হবে।