
সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বুধবার (১২ মার্চ) পৌরসবা জামায়াতে ইসলামী ৮ নম্বর ওয়ার্ড আয়োজিত এ ইফতার মাহফিল দক্ষিণ ইদিলপুরবায়তুল জান্নাত মসজিদে অনুষ্ঠিত হয়।।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সভাপতি ডাঃ মোঃ শাহাবুদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, প্রধান আলোচক ছিলেন আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর।
এতে বিশেষ অতিথি ছিলেন যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, পৌর আমীর হাফেজ আলী আকবর, সাবেক উপজেলা আমীর ও ইত্তিহাদ ফাউন্ডেশনের উপদেষ্টা তাওহীদুল হক চৌধুরী, সীতাকুণ্ড পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি সাজ্জাদ হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ রফিক।
এতে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আবুল হোসাইন, জামায়াতের ৮ নম্বর ওয়ার্ডের সহ সভাপতি দেলোয়ার হোসেন, সেক্রেটারি মোঃ কাইয়ুম, পৌর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন সুমন প্রমূখ।
প্রধান আলোচক মুহাদ্দিস সেলিম জাহাঙ্গীর পবিত্র মাহে রমজানের তাৎপর্যের বর্ণনায় বলেন, জামায়াতে ইসলামী বিগত ফ্যাসিবাদের সময়ে বহু নির্যাতনের শিকার হয়েছে। সংগঠনটি প্রকাশ্যল কোন প্রোগ্রাম করতে পারেনি। করলেই তাদের উপর সীমাহীন জুলুম নেমে আসতো। আওয়ামী লীগের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে ইসলামী এই দলটি। কিন্তু আজ বায়তুল জান্নাত জামে মসজিদে ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে এলাকার জনগণকে ইসলামের পতাকাতলে ঐক্যব্দ্ধ করার প্রয়াস সত্যিই প্রশংসনীয়। ১৯৪১ সালে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা হয় এই দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম করতে। কিন্তু জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এই দেশের জনগণ যাতে জামায়াতে ইসলামীর ইসলামী দাওয়াতের পতাকাতলে ঐক্যব্দ্ধ হতে না পারে সেই জন্য সব সময় বাধা দিয়ে এসেছে বাতিল শক্তি। বিগত ফ্যাসিবাদী সরকার জামায়াতের অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে হত্যা, গুম,খুন ও নির্যাতন করেও জামায়াতের দাওয়াতী কাজ বন্ধ করতে পারেনি। বরং দাওয়াতী কাজ আরো জোড়ে বৃদ্ধি পেয়ে জনশক্তি লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে। আমাদেরও জানা আছে দ্বীনের এ পথ সহজ নয়, বরং কণ্টকাকীর্ণ। আর মুমিনরা সেই কাঁটা বিছানো পথে হাঁটতে ভালোবাসে।
প্রধান অতিথি ও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি সংগঠন। যুগ যুগ ধরে এ সংগঠন মানুষের কল্যাণে, ইসলাম প্রচারের কাজ করে আসছে। দ্বীন ইসলামের সম্প্রসারণে, আঘাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে এই সংগঠন। এ দেশের লাখে দিশেহারা, পথভ্রষ্ট, নেশাগ্রস্ত যুবকদের কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে সঠিক দিশা দিচ্ছে এই সংগঠন। একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে জামায়াত কাজ করে যাচ্ছে।