ফুলবাড়ীয়ায় কৃষকদে মাঝে  বিনামূল্য বীজ বিতরণ

ফুলবাড়ীয়া, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কৃষিই সমৃদ্ধি ২০২১-২০২২ অর্থবছরে খরিপ ২০২২-২৩ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ও আনান্য উপকরণ সহায়তার ও  যন্ত্রপাতি বিতরণ করা হয়। গতকার সোম বার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  জাতীয় সংসদ সদস্য সরকারি প্রতিশ্রুতি সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন। কৃষি কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আঃ মালেক সরকার, ওসি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরাফ উদ্দিন শর,  মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারভীন সুলতানা ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল প্রমূখ।