
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কেশরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার লিটার ডিজেল ও পেট্রোল জব্দ করেছে। গত রবিবার (৭ আগস্ট) বিকালে উপজেলার কেশরগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম অভিযান চালিয়ে ৩ জন তেল ব্যাবসায়ীর গুদামঘর থেকে অবৈধভাবে মজুদকৃত ৭ হাজার ২ শ ৯০ লিটার ডিজেল ও ৪ হাজার ৫শ লিটার পেট্রোল জব্দ করে দোকান ঘরে তালা লাগিয়ে দেন। অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে ৩ ব্যাবসায়ীর বিরুদ্ধে পৃথকভাবে ৩ টি মামলা করেন। তিন ব্যাবসায়ীরা হলেন,ইসমাইল হোসেন, আলী হোসেন ও ওমর ফারুক।
মঙ্গলবার বেলা ১১ টায় জব্দকৃত তেল অবৈধ গুদামথেকে সংশ্লিষ্ট লাইসেন্স প্রাপ্ত ডিলারের মাঝে পেট্রোলিয়াম আইনের ধারা অনুযায়ী ১২ লাখ ২৯ হাজার ৮শ ৭২ টাকায় বিক্রি করা হয়েছে । নিলাম কার্য্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসা মোহাম্মদ নাহিদুল করিম। এ সময উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার নূর মোহাম্মদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো মোজ্জামেল হক, ১নং নাঁওগা ইউনিযন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক মোজা, ৭ নং বাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফজলুল হক মাখন, কেশেরগঞ্জ বাজার কমিটির সভাপতি মোঃ আঃ খালেক, ইউপি সদস্য মোঃ হযরত আলী, মোঃ মঞ্জুরুল হক, মোঃ সেলিম রেজা, সাবেক ইউপি সদস্য মোঃ সুরুজ বাঙ্গালী।