মধ্যনগর খাদ্য গুদামে ধান সংগ্রহে লক্ষ্য মাত্রা পূর্ণ হয়নি,খোলা বাজারে মূল্যের ব্যবধানে প্রশাসন বাধাগ্রস্থ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার খাদ্য গুদামে ধান সংগ্রহে লক্ষ্য মাত্রা পূর্ণ হয়নি,সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বিভিন্ন হাট বাজারে মূল্য বেশি থাকায়, প্রশাসন বাধাগ্রস্থ লক্ষ্য মাত্রা অর্জন হয়নি। বিভিন্ন হাট গঞ্জের খোলা বাজারের ধানের মূল্য এক থেকে দেড়শ টাকা বেশি ব্যবধান থাকায় এবং ধানের টেম্পারেচার সহ ব্যাংক থেকে টাকা উত্তোলনে ঝামেলার নানাবিধ সমস্যার কারণে প্রকৃত কৃষক গুদামে ধান দিতে চায়নি। ধান খরিদ এ-র-লক্ষ্য মাত্রা পূর্ণ করতে, ও সি এল এস ডি উর্ধতন কতৃপক্ষের নির্দেশনায় স্হানীয় ব্যবসায়ীর কাছ থেকে ধান খরিদ করেন। বিষয়টি উর্ধতন কতৃপক্ষ অবগত আছেন।

এ বিশেষয়ে ওসিএলএসডি রবিন কুর্মি প্রতিনিকে জানান, মধ্যনগর খাদ্য গুদামে ২ হাজার ৫০০ টন ধান সংগ্রহের কথা থাকলেও এরিমধ্য ২ হাজার ১৭৫ টন সংগ্রহ করতে পেরেছি, চাউল আতব সংগ্রহ করেছি ১৭৪ টন ৯০০ কেজি, ধান সংগ্রহ করেছি। ধান সংগ্রহ ১৮ এপ্রিলে শুরু হয়ে ছিলো সরকারের কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক শেষ সময়সীমা ছিলো ৩১ আগস্ট পর্যন্ত। তিনি আরও বলেন এ এলাকায়, দফায় দফায় ভয়াবহ বন্যায় ধান সংগ্রহের কাজ বাঁধাগ্রস্ত হয়েছে। মধ্যনগর ধানের ভান্ডার হিসেবে সারা দেশে ব্যপক পরিচিতি থাকলেও, এবছর প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয়ের কারণে কৃষক সু ফসল না পাওয়ায়, ধানের আমদানি অনেকটা কম হয়েছে। আগাম বন্যায় ৩০ ভাগ ধান পানিতে তলিয়ে গেছে ও লাগাতার অতি ঘন বৃষ্টির কারনে ২০ ভাগ ধান পঁচে নষ্ট হয়েছে, ফলে ৫০ ভাগ ধান কৃষকের ঘরে তোলতে পেরেছে।