
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পলাশতলী গ্রামে রাস্তার অভাবে বিপাকে থাকা সেই প্রতিবন্ধী পরিবারময়মনসিংহ জেলার মানবিক পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুইঞা ও রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদারের সহযোগিতায় অবশেষে পেয়েছে চলাচলের রাস্তা। আর নতুন এ রাস্তার ব্যবস্থা হওয়ায় স্থানীয়দের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎফুল্লতা। গতকাল রবিবার (১১জুন) দুপুরে পলাশতলী গ্রামে প্রতিবন্ধি পরিবারের জন্য নির্মিত রাস্তা পরিদর্শন করেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান ও রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় আ. মজিদ ও খালেদা দম্পত্তির একমাত্র মেয়ে শারীরিক প্রতিবন্ধি মায়মুনা আক্তার আনন্দে আত্নহারা হয়ে উঠে বলেন, পুলিশ আংকেল ও চেয়ারম্যান আংকেল কে আল্লাহ আরও বাঁচিয়ে রাখুক। তাদের কারনেই আজ বাড়ি থেকে বের হওয়ার নতুন রাস্তা পাইছি। আমগর(আমাদের) আগে বের হওয়ার মতো কোন রাস্তা আছিল(ছিল) না। যার কারণে বাড়ি থেকে বের হতে পারতাম না। স্কুলেও যেতে পারতাম না। পুলিশ আংকেল ও চেয়ারম্যান আংকেল রাস্তার ব্যবস্থা করে দেয়ায় আমি এখন সেই রাস্তায় হাটতে পারি। আমি অনেক অনেক খুশি। তাঁদের সকলকে ধন্যবাদ।
রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার বলেন, প্রতিবন্ধী মেয়েটি নতুন রাস্তা পেয়ে যেমন আনন্দিত হয়েছে, আমি তাঁর চেয়ে বেশি আনন্দিত তাঁর মুখে হাঁসি ফুটাতে পারে । ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুজ্জামান খান বলেন, মিডিয়ার মাধ্যমে চলাচলেএ প্রতিবন্ধী পরিবারের বিপাকে থাকার বিষয়টি এসপি স্যারের দৃষ্টিগোচর হলে তিনি আমাদের সকলের সাথে কথা বলে প্রতিবন্ধি পরিবারের জন্য রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ দেন। সেই প্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যান ও নেতৃবৃন্দের সহিত কথা বলে রাস্তার ব্যবস্থা করতে পেরে আমি খুবই আনন্দিত। উল্লেখ্য এর আগে দৈনিক আমাদের কন্ঠেসহ একাধিক অনলাইন পোর্টালে“ফুলবাড়ীয়ায় চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে প্রতিবন্ধিসহ কয়েকটি পরিবার” শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তা ময়মনসিংহ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে।