
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় শৈলচাপরা হাওরে ট্রলার ডুবির ১২ বছর আজ। ২০১০ সালের ৮ জুন উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের শৈলচাপড়া হাওরের মধ্যবর্তী স্থানে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলার ডুবিতে ১৬ জনের মৃত্যু হয়েছিল।
নিহতদের মধ্যে ছিল বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৩ জন, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী এবং পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামের ৩ জন নারী ও ৫ জন শিশু। নিহত শিক্ষার্থীদের বাড়ি পাইকুরাটি ইউনিয়নের বালিজুড়ি গ্রামে। প্রতি বছর এ দিনে বাদশাগঞ্জের দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও বালিজুড়ি গ্রামে নেমে আসে শোকের কালো ছায়া। বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাল উদ্দিন,এর উদ্যোগে ‘নিহত শিক্ষার্থীদের স্মরণে বুধবার দুপুরে বিদ্যালয়ে শিক্ষার্থীও শিক্ষকদের অংশগ্রহণে শোক সভা অনুষ্ঠিত হবে।
পড়েছেনঃ ১৩১