ফুলবাড়ীয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল

ফুলবাড়ীয়া( ময়মনসিংহ) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে শনিবার বাদ আছর ফুলবাড়িয়া কেআই সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন নুর মসজিদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া, ডাঃ তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, মজিবুর রহমান খান সহ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুজ্জামান, কৃষক লীগের আহবায়ক মাসুদুল আলম লিটনসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।